Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়
বিস্তারিত
প্রতিষ্ঠানের ইতিহাস স্থাপিত-১৯৭১ হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় চৌগাছা, যশোর। ১৯৭১ সালে মোঃ আয়য়ুব হোসেন বিশ্বাসের উদ্দোগে এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের একান্ত প্রচেষ্টায় এবং জনাব মোঃ মেসবাহ উদ্দীন খান মোঃ সোলাইমান হোসেন খান মোঃদাউদ হোসেন খান মোঃ ওয়া্জেদ আলী মৃধা মোঃ লুতাফৎ হোসেন খান মোঃআশরাফ আলী খান মোঃ আঃ মুজিদ খান মোঃদাউদ হোসেন বিশ্বাস মোঃ মহাতাব উদ্দীন বিশ্বাস মোঃ মসলেম আলী বিশ্বাস ও অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের সহযোগীতায় হাকিমপুর মাধ্য্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। মোঃলতাফৎ হোসেন খান সাহেব মাধ্যমিক বিদ্যালয়ের নামে ১.৯৮ শতক জমি দান করেন। এবং মাধ্যমিক বিদ্যালয়টি উক্ত জমিতে ভিত্তি প্রস্থর স্থাপিত হয়। পরবর্তিতে এলাকার মুক্তিযোদ্ধার কমান্ডার মোঃনজরুল ইসলামের নেতৃত্বে মোঃ মজনুর রহমান মোঃ আব্দার রহমান মোঃ হাবিবুর রহমান মোঃইউছুপ মন্ডল মোঃ ফজলুর রহমন মোঃ শহিদুল ইসলাম মোঃ শওকত আলী খান ও আবুতোয়া মন্ডল ইত্যাদি মুক্তিযোদ্ধাগনের সহযোগীতায় এলাকার জনগনের নিকট হইতে ইট. কাঠ, বাশ,অর্থ সংগ্রহ করে প্রাথমিক ভাবে বিদ্যালয়টি নির্মিত হয়। প্রতিষ্ঠিত সময়ে মোঃমেজবাহ উদ্দীন খান সাহেব (প্রধান শিক্ষক) মোঃ আশরাফ আলী খান মোঃআঃ মজিদ খান মোঃআজিজুর রহমান র্মধা,মোঃনজরুল ইসলাম মৃধা,মোঃ রকিব উদ্দীন খান, প্রমুখ ব্যাক্তি বর্গ সেচ্ছায় বিনা পারিশ্রমিকে বিদ্যালয়ে শিক্ষাকতা কাজ আরম্ভ করেন। এখন যে সমস্ত শিক্ষক গন শিক্ষগতা করছেন তাহারা সবা্ই সরকারী বিধী মোতাবেক নিয়োগ প্রাপ্ত পরবর্তিতে বিদ্যালয়ের পাঠদানের অগ্রগতী ও এস,এস.সি পরিক্ষার ফলাফলের ভিত্তিতে এবং ম্যানেজিং কমিটির অক্লান্ত প্রচেষ্টায় তৎকালিন মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল ইকবালের সহযোগীতায় বিদ্যালয়টি সরকারী মজুরী প্রাপ্ত হয়, এব্ং অদ্যাবধী মাধ্যমিক বিদ্যালয়টি বেশ সুনামের সহিত পরিচালীত হইতেছে আমরা আসাবাদী যে হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়টি চৌগাছা অঞলের মানুষের আশা,আকাঙ্খা,স্বপ্ন ও আস্থার প্রতিফলন ঘটিয়ে বীরদর্পে এগিয়ে যাবে চুড়ান্ত লক্ষে।বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম।