Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে ইউনিয়ন

            নামকরণঃ-পাতিবিলা ইউনিয়ন পরিষদ ১৯৭৩ সালে তিন ভাগে বিভাক্ত হয়ে তিনটি পরিষদের সৃষ্টি হয়, তার মধ্যে একটি হলো ৮নং হাকিমপুর ইউনিয়ন পরিষদ।ইউনিয়ন ভবন তার নিজেস্ব ২.০২ একর জমির উপর অবস্থিত।ইউনিয়নের ভিতর দিয়ে বুড়ি ভৈরব নদীর পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ।

 

      চৌহদ্দিঃ উত্তরে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়ন, দক্ষিণে চৌগাছা ইউনিয়ন উপজেলার পাতিবিলা ইউনিয়ন ,পূর্ব কালিগঞ্জ উপজেলার রাখালগাছী ইউনিয়ন, পশ্চিমে মহেশপুর উপজেলার জিতারপুর ইউনিয়নের পাশ দিয়ে কপোতাক্ষ নদী, মাঝখানে দিয়ে চৌগাছা হতে কোঁটচাদপুর রাস্থার পার্শ্বে হাকিমপুর ইউনিয়ন পরিষদ অফিস অবস্থিত। অফিসের পাশে আছে সরকরী পরিবার পরিকল্পনা ক্লিনিক, সরকারী ভূমি অফিস ইক্ষু ক্রয় কেন্দ্র,গ্রামিন ব্যাংক ও কিন্ডার গার্টেন স্কুল।ইহাছাড়া ইউনিয়নে আছে ২টি কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, একটি দাখিল মদ্রাসা, ৫টি সরকারী প্রাথামিক বিদ্যলয়, ৯টি রেঃ প্রাথমিক বিদ্যলয় সহ হাটবাজার, খেয়াঘাট, শ্বশান, কবরস্থান, ইত্যাদী উল্লেখযোগ্য।

 

       ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান হিসাবে বলুপীরের জন্মস্থান যাত্রাপুর, ইংরেজ আমলের তাহেরপুর নীলকুঠিবাড়ি, কপোতক্ষ নদী এবং ব্রীজ, স্বরুপপুর গ্রামে মানিক হাওলাদারের কাচারী বাড়ি হাকিমপুর মূগল আমলের রাণী ভবানির মসজিদ এবং যাত্রপুর গ্রামে জমিদার বি সরকার এর বাসস্থান উল্লেখযোগ্য। এখানকার অধিকাংশ লোক কৃষিজীবি ধান, পাট, আখ,কলা ও শ্বাকসবজী কৃষি দ্রব্য,তাছাড়া এখনে ছোট  কবিরাজ সাধারন চিকিৎসা দিয়ে থাকে । ইউনিয়নের জন্য সাধারন আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বেশির ভাগ লোক সহজ সরল ।

 

      শিক্ষাঃইউনিয়নের ছেলেমেয়েরা বর্তমান স্কুলমুখী।অশিক্ষা,দরিদ্রতা,সচেতন তার অভাব লক্ষ্যনীয়।ইউনিয়নে বিদ্যমান পুরার্কীতিঃ মূগল আমলের স্বরুপ মসজিদে দুইটি পাথর আছে পাথর দুটি আরবী অক্ষরে ক্ষুদায় করা একটিতে কলেমা, অপারটিতে আয়াতুল কুরসী লেখা আছে।

 

 

 

 

(২)                                        ইউনিয়নঃ- হাকিমপুর

 

ইউনিয়নের মোট আয়াতন:        ১৬.৫ বর্গকিলোমিটার,

পুরুষ সংখ্যা         :        ৯১৪১ জন

মহিলা সংখ্যা         :        ৮৬৮৮ জন

মোট গ্রামের সংখ্যা     :            ১৫টি,

মোট মৌজাসংখ্যা     :            ১৪টি,

মোট পরিবারের সংখ্যা   :        ২০০১সালের আদম শুমারী অনুযায়ী ৩৮৯৯টি,

মোট কৃষি জমির পরিমান:        ২০০৫ সালের জরিপ অনুসারে ২৮১৬ হেক্টর,

ফসলী জমির পরিমান   :        ১৬০৩ হেক্টর,

 

শিক্ষাপ্রতিষ্ঠানঃ

 

সরকারী প্রথমিক বিদ্যলয়:            ৫ টি,

রেজিষ্ট্রী প্রাথমিক বিদ্যলয়:            ৫ টি,

কমঃ  প্রাথমিক  বিদ্যলয়:            ৩ টি,

মাধ্যমিক বিদ্যলয়      :            ৩ টি,        

নিম্ন মাধ্যমিক বিদ্যলয়   :            ১ টি,

মাদ্রাস দাখিল             :            ১ টি,

কলেজ              :            ২ টি,

শিক্ষার হার          :            ৬৬%

 

স্বাস্থ্যঃ-

সরকারী পরিবার পরিকল্পনা ক্লিনিক:      ১ টি,

ইক্ষু ক্রয় কেন্দ্র        :            ২ টি,

তহশীল অফিস        :            ১ টি,

হাটবাজারের সংখ্যা     :            ৬ টি,

মসজীদ             :            ৩৩ টি,

মন্দীর              :            ১ টি,

মোট রাস্থার পরিমান    :            ৩৭.৭৫ কিঃমিঃ

 

যাত্রীছাউনী           :            ১ টি,

বাওড়ের সংখ্যা        :            ১ টি,

খাল ও বিল         :            ৩৭ টি,