বিস্তারিত
চৌগাছা উপজেলাধীন ৮নং হাকিমপুর ইউনিয়নের আরাজীসুলতানপুর মৌজায় সুন্দর ১টি মনকাড়া পল্টি খামার গড়ে উঠেছে যাহা দেখতে খুব মনোমুগ্ধকার। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে সঠিক পরিকল্পনায় মুরগি খামার স্থাপনের মাধ্যমে মুরগি পালনকে লাভজনক করে তোলা যায়। মুরগি খামার দু'ধরনের হতে পারে। যেমন-পারিবারিক মুরগি খামার ও বাণিজ্যিক মুরগি খামার। পারিবারিক মুরগি খামারে অল্পসংখ্যক মুরগি পালন করে সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তীতে বড় বড় ধরনের পোল্ট্রি খামার তৈরি হচ্ছে।