বিস্তারিত
হাকিমপৃরের মৃৎ শিল্প
যশোরের ঐতিহ্যবাহী মহাকবি মাইকেল মধূসূদনের স্মৃতিধন্য কপোতাক্ষ নদ এর পলিপল্লল বিধৌততায়, বুড়ি ভৈরবের গৌরবতায় গড়ে উঠা একটি কৃষিজ জনপদ চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়ন। এ ইউনিয়নে কামার পাড়ায় মৃৎ শিল্প রয়েছে।
একদা এই ইউনিয়ন পাতিবিলা ইউনিয়নের অন্তর্ভূক্ত ছিল। পরবর্তীতে ২০০১ সালে যাত্রাপুর নাম বাদ দিয়ে হাকিমপুর ইউনিয়ন গঠিত হয়। যার উত্তরে কোটচাঁদপুর উপজেলার এলঙ্গী ইউনিয়ন, দক্ষিণে চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়ন, পূর্বে কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন, পশ্চিমে কপোতাক্ষ নদের জল তরঙ্গ প্রবাহতা। পাশে বুড়ি ভৈরব মরা নদীর খরা চিহ্ন হয়ে কালের স্বাক্ষী দেবী।কপোতাক্ষ নদ এর পলিপল্লল বিধৌততায়, বুড়ি ভৈরবের গৌরবতায় গড়ে উঠা একটি কৃষিজ জনপদ চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়ন। এ ইউনিয়নে কামার পাড়ায় মৃৎ শিল্প রয়েছে।
একদা এই ইউনিয়ন পাতিবিলা ইউনিয়নের অন্তর্ভূক্ত ছিল। পরবর্তীতে ২০০১ সালে যাত্রাপুর নাম বাদ দিয়ে হাকিমপুর ইউনিয়ন গঠিত হয়। যার উত্তরে কোটচাঁদপুর উপজেলার এলঙ্গী ইউনিয়ন, দক্ষিণে চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়ন, পূর্বে কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন, পশ্চিমে কপোতাক্ষ নদের জল তরঙ্গ প্রবাহতা। পাশে বুড়ি ভৈরব মরা নদীর খরা চিহ্ন হয়ে কালের স্বাক্ষী দেবী।